প্রিয় উদ্যোক্তা বন্ধুরা,
শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, সুস্থ্য আছেন।
আপনারা শুনেছেন, সৌদি সরকার ইতিমধ্যে দেশে কর্মীনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে এবং এ বিষয়ে আপনারা বিভিন্ন পত্রিকায় সাকুর্লার দেখেছেন কর্মী রেজিষ্ট্রশনের ব্যপারে। ডিজিটাল ওয়ার্ল্ডে বিএমইটি থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে এবং এখান থেকে প্রাথমিক ভাবে কিছু রেজিষ্ট্রেশন করা হচ্ছে। এছাড়াও জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষন অফিস থেকে সারা বছর ব্যাপী যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া অব্যাহত থাকে তার ধারাবাহিকতায় এ রেজিষ্ট্রেশন ডিইএমও থেকে সম্পন্ন হচ্ছে। এর পূর্বে ডিজিটাল সেন্টার থেকে ডাটাবেজ তৈরির জন্য যে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে সে ডাটাবেজ এবং ডিজিটাল ওয়ার্ল্ডে বিএমইটি বুথের মাধ্যমে যে রেজিষ্ট্রেশন করা হচ্ছে সেখান থেকে কর্মী বাছাই করে প্রাথমিকভাবে সৌদি আরবের জন্য কর্মী বাছাই করা হবে। এ মুহুর্তে ডিজিটাল সেন্টার থেকে সৌদি আরবের জন্য কোন রেজিষ্টেশন হচ্ছে না। তবে, ডাটাবেজ প্রণয়নের জন্য ডিজিটাল সেন্টার থেকে রেজিষ্ট্রেশন করা হবে। সময় নিশ্চিত হলে জানানো হবে।
ধন্যবাদ টেকনিশিয়ান কয়রা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস