Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

        বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বিশ্ব-ঐতিহ্য সুন্দরবন অধ্যুষিত কয়রা উপজেলা । সুন্দরবনসহ আয়তনে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা এটি। সাদাসোনা খ্যাত চিংড়ী, নারিকেল, গোলপাতা, মধু সমৃদ্ধ এ জনপদ । কপোতাক্ষ আর শিবসা নদী এ উপজেলার জনবসতির ভূখন্ডকে মূল ভূখন্ড হতে পৃথক করে একটি নদীবেষ্টিত দ্বীপে পরিণত করেছে। অনন্যসুন্দর এ উপজেলাটি সামুদ্রিক ঝড় ‘সিডর’ ও ‘আইলা’য় আক্রান্ত হয় ২০০৭ ও ২০০৯ সালে। সরকার ও প্রশাসনের সময়োযোগী পদক্ষেপের কারণে ব্যাপক প্রাণহানি এড়ানো গেলেও এ দু’টি ঝড়ে কয়রা প্রায় বিরাণভূমিতে পরিণত হয় ।জমিতে লবণাক্ততা ২০ পিপিএম এ উন্নীত হওয়ায় কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। যোগাযোগ অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছিল ।তবে সরকারি ও বেসরকারি অব্যাহত সহযোগিতা ও স্থানীয় জনগণের অক্লান্ত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কয়রা তার পূর্বের সবুজ-শ্যামল পরিবেশ ফিরে পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হয়, বরং আরো উন্নত হয়। তবে এখানকার মানুষ এখনো বিশুদ্ধ পানি আর জীবিকার জন্য নিরন্তর লড়াই করছে যদিও সরকারি বেসরকারি নানা উদ্যোগ পানি সমস্যাকে কিছুটা লাঘব করেছে।

 

         আমাদের অন্যতম জাতীয় লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার জাতীয় প্রচেষ্টার সাথে এ উপজেলার প্রশাসন ও জনগণও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ প্রচেষ্টার একটি অংশ উপজেলা ওয়েব পোর্টাল। এতে উপজেলার সম্ভাব্য সকল তথ্য অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হয়েছে। তথ্য সতত পরিবর্তনশীল । পোর্টালের তথ্যসমূহ হালনাগাদ করার প্রক্রিয়া চলমান আছে। আশাকরি পোর্টাল হতে সংশ্লিষ্ট সকলেই প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হবেন। পোর্টালের বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ ও অভিমত আমাদেরকে উপকৃত করবে এবং পোর্টালটি সমৃদ্ধ করবে।

 

          সবাইকে ওয়েবপোর্টালে স্বাগতম।                                                       

 

                                                                                                                                                        

                                                                                                              উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                          কয়রা, খুলনা।