Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সুন্দরবন গোলপাতার চিত্র
বিস্তারিত

নাম গোলপাতা হলেও গোলাকার পাতা কিংবা বৃত্তাকার কোনো গুঁড়ির অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না গোলপাতার ঝোঁপঝাড়ে। বাংলায় গোলপাতা, ইংরেজিতে নিপা পাম আর বিজ্ঞানীরা যত্ন করে এর নাম রেখেছেন নিপা ‘ফ্রুটিক্যানস’।

গোলপাতা দেখতে কেমন- এমন প্রশ্নের উত্তরে কেতাবী বর্ণনায় না গিয়ে সাধারণভাবে বললে, একটি নারকেল গাছের গুঁড়ি কেটে ডাঁটাসহ পাতাগুলো কাদামাটিতে বসিয়ে দিলে যেমন দেখাবে গোলপাতা ঝোঁপ দেখতে ঠিক তেমন হবে।পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের ছয় হাজার সতের বর্গ কিলোমিটার বিশাল এলাকায় ৩৩৪ প্রজাতির বৃক্ষের মধ্যের একটি হলো গোলগাছ। পাতা দেখতে অনেকটা নারিকেল গাছের পাতার মতো। তাই সাধারণভাবে একে অনেকে নারিকেল গাছের প্রজাতিও মনে করে।যারা গোলপাতা সংগ্রহ করেন তাদের বাওয়ালি বলে।সুন্দরবনের বনবিভাগের তথ্যমতে, প্রতিবছর চৈত্র-বৈশাখ মাস থেকে গোলপাতা সংগ্রহ করার জন্য বিএলসি পাস দেওয়া হয়। এই পাস দেওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব নেওয়া হয়।